সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

খোকসায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 

খোকসায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ২নং ওয়ার্ডে এক কলেজছাত্রী বিয়ের দাবিতে দু-দিন ধরে অনশন করছে। এ বিষয়ে ওই কলেজছাত্রী দাবি করেন রনির সঙ্গে আমার দীর্ঘ চার বছরের সম্পর্ক, তাকে বিয়ে করার জন্য তার বাড়িতে অবস্থান করছি।

রনি যদি আমাকে বিয়ে না করে তার বাড়িতেই আমি আত্মহত্যা করব। আমি দু-দিন ধরে ঘরের বারান্দায় অবস্থান করছি। আমাকে রেখে রনি মণ্ডল  এবং তার পরিবার পালিয়েছে। 

এ ঘটনায় রনিকে পাওয়া না গেলেও তার বাবা রাজ্জাক মণ্ডলের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন তার দাবি ষড়যন্ত্র করে তাকে এবং তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে।

কলেজছাত্রীর মা বলেন, আমাদের গরিবের মান সম্মান, ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে ওই মেয়ে কে ঘরে ফিরিয়ে আনা সম্ভব নয়। 

এ বিষয়ে খোকসা থানা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এ ঘটনা শোনার পরে ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্য গিয়েছিল, অভিযোগ  পেলে প্রশানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ